সফল UI /UX ডিজাইনার হতে হলে কি কি করতে হবে ?
UI/UX ডিজাইন হল ডিজাইন জগতের একটি অংশ । তাই বলে UI/UX ডিজাইন এর কদর কম এটা ভাবলে ভুল করবেন।কেননা যখন থেকে মানুষ ডিজাটালাইজ হতে শুরু করেছে , বলা যায় তখন থেকেই UI/UX ডিজাইন এর চাহিদা বাড়তে শুরু করেছে । বর্তমান করোনা পরিস্থিতিতে এর চাহিদা আরো অনেকগুন হয়েছে । যারাই UI/UX ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা অনেকেই দ্বিধাদন্দে থাকেন , আসলেই কি UI/UX ডিজাইন আমার দ্বারা সম্ভব , আমি কি পারব ? কিভাবে সফল হব ? ইত্যাদি । চলুন কিছু তথ্য জেনে নেই, কিভাবে আর কি নিয়ম মেনে চললে আপনি UI/UX ডিজাইনে সফল হবেন ।
১। নিজের জন্য লক্ষ নির্ধারনঃ
আমরা যারাই যে কোন প্রফেশনে যাইনা কেন , প্রথমে ধরে নেই , ক্লাইন্ট চাহিদা মত ডিজাইন করাই আমার কাজ , ক্লাইন্ট সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট । হ্যা , এটা ঠিক । তবে এতে কিছু ভুলও আছে , শুধুমাত্র ক্লায়েন্টকে খুশি করাই আপনার মুল কাজ না । কেননা এতে আপনি কোন দিন সফল হতে পারবেন না । আপনার নিজের জন্য একটি লক্ষ নির্ধারন করা উচিত । কারন সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থির উদ্ভব ঘটায় । তার ফলে নিত্ত নতুন চ্যালেঞ্জের মুখমুখি হতে হবে আপনাকে । তাই নিজের লক্ষ নির্ধারন করে , সেই মত কাজ করে যান । আপনি সফল হবেন অবশ্যই ।
২। বেশি বেশি শুনুন এবং ভাবুনঃ
কি শুনব ? কেন শুনব ? UI/UX ডিজাইনের মুল উদ্দেশ্যই হল ইউজারদের সহজ ডিজাইন করা । তাই ক্লায়েন্টের রিকোয়ার্মেন্ট ভালোভাবে শুনুন , প্রয়োজনে বার বার জিজ্ঞাসা করুন । কেননা আপনি যদি কন্সেপ্টটা একবার ভালোভাবে আত্বস্থ করতে পারেন তবে ডিজাইনের অর্ধেক কাজ আপনার হয়ে গেছে । ভাববেন কেন ? কত ইজি এবং ইউজের ফ্রেন্ডলি করা যায় তা নিয়ে ভাবুন , প্রয়োজনে রিসার্চ করুন । কেননা আপনার একটি সফল ডিজাইন একটি মাইলফলক রচনা করবে ।
৩। গল্প বলুনঃ
আমরা ছোট বেলায় গল্প শুনতে খুব ভালবাসতাম । এমনো অনেক গল্প আছে যা এখনো মনে আছে আমাদের । কেন মনে আছে বলতে পারেন ? কারন গল্প শুধু আমরা শুনিনি সাথে গল্পগুলো অনুধাবন করেছিলাম । তাই একটি ডিজাইন শুধু ডিজাইন নয় বরং একটি গল্প , একটি অধ্যায় । কেননা ডিজাইন যদি ইউজারদের কারও মনে ধরে তবে সেটা তাকে আরো উৎসাহ যোগাবে ,এবং বার বার সে এতে আকৃষ্ট হবে ।
৪ । অন্যের ডিজাইন দেখুনঃ
মনে হতেই পারে আমি নিজেই তো পারি , অন্যেরটা কেন দেখব ? জি । আপনি পারেন , খুব সুন্দর ভাবেই পারেন । কিন্তু আপনি কি জানেন , প্রত্যেকটি মানুষের ডিজাইন সেন্স আলাদা । ফলে আপনি একটি ডিজাইন দেখে যে ধারনা করবেন, অন্য জনের ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে । তাই ডিজাইন দেখুন , বেশি বেশি দেখুন, হয়ত এখান থেকেই আপনার নতুন কোন আইডিয়া বের হতে পারে ।
৫। পরিপুর্ণ করুনঃ
অনেকেই হতাশ হয় । মাঝ পথে হাল ছেড়ে দেয় । এটাই অসফলতার মুল কারণ । আপনি যে কাজই করেন না কেন তা পরিপুর্ন করুন। আপনি হয়ত জানেন না , আপনার ডিজাইন ২০ জন মানুষ অপছন্দ করে কারন তারা আপনাকে আরো ২০ বার কাজটি করার সুযোগ দিচ্ছেন। যেটা আপনাকে একজন প্রফেশনাল UI/UX ডিজাইনার হবার একটি বড় মাধ্যম।