৮টি বড় ভুল , যা নতুন মোশন ডিজাইনাররা করে থাকেন
বর্তমান সময়ে মোশন ডিজাইন এখন বেশ জনপ্রিয় । কারন এখন ভিডিও এডিটিং এর পাশাপাশি নানা ধরনের এনিমেশন বা ইফেক্ট এর ব্যবহার করা সহ ,অথবা শুধু গ্রাফিক্যাল এনিমেশনের জন্য মোশন ডিজাইনের জুড়ি মেলা ভার। একারনে তরুন সমাজের কাছে মোশন ডিজাইন এখন একটি আইডিয়াল বিষয় হয়ে দাড়িয়েছে । তাই এখন অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে মোশন ডিজাইন বিষয়ক ট্রেইনিং ও ওয়ার্কশপে যোগ দিচ্ছে এবং শিখছে । তবে অনেকেই বিগিনার হিসেবে এমন কিছু ভুল করে থাকেন যা তাদের ক্যারিয়ারে সফল হতে বাধা দেয় । তাই একজন বিগিনার থেকে প্রফেশনাল মোশন ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজন সঠিক গাইডলাইন,যা বিগিনার মোশন ডিজাইনারকে তার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে । এমনি কিছু গাইডলাইন টিপস নিয়ে হাজির হয়েছেন ট্রিপল ক্লিক একাডেমীর মোশন ডিজাইন কোর্সের ইন্সট্রাকট্রর জনাব ফিরোজ কবির আশিক । এই ভিডিওতে তিনি তার কর্মময় সময়ের অভিজ্ঞতা ও বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন মোশন ডিজাইনারদের আটটি জটিল ভুল সম্পর্কে আলোচনা করেছেন, যা সাধারন ভাবে বিগিনাররা অবচেতন মনে খেয়াল করেন না । কি সেই ভুল আর কিভাবেই বা সমাধান হবে জানতে চোখ রাখুন ভিডিও তে ।
আলোচ্য বিষয় সমুহঃ
a) Take it seriously
b) Learn basics tools first
c) Learn the principles of animation
d) Reduce template Dependencies but learn from it
e) Research – reference – planning
f) Focus on visuals
g) Organise project files