Triple Click Academy

ট্রিপল ক্লিক একাডেমির সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়মাবলী

১. আপনি আমাদের এডমিশান ফর্মে যা যা ইনফরমেশান দিয়েছেন তার সবই সত্য এবং মিথ্যা হলে তা আপনার ভুল।
২. আমাদের ডেটাবেস থেকে আপনার কোন ইনফরমেশান পরিবর্তন করতে চাইলে ৫০০/- টাকা জরিমানা জমা দিতে হবে।
৩. গ্রহন করা ফি কোন অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
৪. কোর্স পরিবর্তন করা কোনভাবেই সম্ভব নয়।
৫. ব্যাচ পরিবর্তন করতে চাইলে ডিউ ক্লিয়ার করার পরে, ৯৯০ টাকা (১৫টা ক্লাসের মধ্যে) পরিশোধ করতে হবে এবং রিপিট কোর্স(একই কোর্স আবার করতে চাইলে) এর ক্ষেত্রে কোর্সের অর্ধেক টাকা পরিশোধ করতে হবে।
৬. ক্লাসের ভিডিওগুলি ক্লাস শেষ হয়ে যাবার ৩ মাস পরই ডিলিট করে দেওয়া হবে তাই আপনি চাইলে সেগুলি নিজের কাছে ডাওনলোড করে সংগ্রহ করে রাখতে পারবেন।
৭. আপনি যদি লাষ্ট ডেটের(ক্লাস শুরুর থেকে ১ মাস) মধ্যে বকেয়া পেমেন্ট পরিশোধে ব্যার্থ হন তাহলে আপনার আইডি অটো ডি-এক্টিভেটেড হয়ে যাবে এবং আপনি ক্লাসের এক্সেস হারাবেন। তখন ১০০০/- টাকা জরিমানা জমা দিয়ে আইডি রিয়েক্টিভ করতে হবে।
৮. কোন পরিস্থিতিতেই আপনি আমাদের শেয়ার করা রিসোর্সেস এবং ক্লাস রেকর্ডসগুলি আমাদের অনুমতি ব্যাতিত কারো সাথে শেয়ার করতে পারবেন নাহ। আমরা এমনটা প্রমান পেলে আপনাকে একাডেমি থেকে ব্যান করবো এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিবো।
৯. আমাদের সার্টিফিকেট পাবার জন্যে আপনাকে অবশ্যই সবগুলো হোমওয়ার্ক দিতে হবে এবং এক্সামগুলিতে পাস করতে হবে।
১০. সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই নির্ধারিত দিনে ফাইনাল এক্সামের কাজ জমা দিতে হবে। কোন কারনে সেই দিন দিতে না পারলে পরবর্তীতে কাজ জমা দিয়ে এবং তার সাথে ৫০০/- টাকা জরিমানা দিয়ে সার্টিফিকেট তোলা যাবে।
১১. ক্লাস শুরু হবার তারিখ এবং শিডিউল পরিবর্তনের সকল অধিকার ট্রিপল ক্লিক একাডেমি রাখে।