UI /UX ডিজাইনে নতুন , তাহলে এই ভুল গুলো থেকে দূরে থাকুন ।
যেকোন সেক্টরে নতুনদের কোন না কোন ভুল হওয়া সাভাবিক । কিন্তু প্রফেশনাল লেভেলে কাজ করতে চাইলে এই ভুল গুলো এড়িয়ে চলতে হবে নতুনদের। একদিনে সব ভুল আমরা ঠিক করতে পারব না তা জনি । তবু চেস্টা আর অধ্যাবসায় দিয়ে আমরা এই ভুল গুলো থেকে পরিত্রান পেতে পারি । তবে চলুন দেখে আসি একজন UI/UX ডিজাইনার হিসেবে কোন ভুল গুলো থেকে আমাদের বেচে থাকতে হবে ।
রিসার্চ না করাঃ
UI/UX ডিজাইন এর মুল কাজটাই হল ইউজাররা যেন কম্ফোর্টেবল ফিল করে এমন ডিজাইন করা । এজন্য বিভিন্ন বিষয়ের ওপর রিসার্চ করার প্রয়োজন হয় , যেমন মার্কেট ট্রেন্ডস , কম্পিটিটর , টার্গেট অডিয়েন্স ইত্যাদি । অনেক সময় নতুন ডিজাইনাররা রিসার্চ না করেই নিজস্ব ধারনার ওপর ডিজাইন করে থাকেন, যা অনেকটা অন্ধ অনুসরনের মত । এতে করে ইউজারদের কাছে অনেক সহজ বিষয়ও জটিল ভাবে উপস্থাপন হয়ে থাকে । এ ডিজাইনারদের সচেতন থাকতে হবে ।
ইউনিভার্সাল আইকন ব্যবহার না করাঃ
ডিজাইন জগতে পা দেবার সাথে সাথে ডিজাইনারদের মনে এরকম ধারনা তৈরি হয় যে , এমনভাবে ডিজাইন করব যাতে ডিজাইন দেখে মানুষের মুখ হা হয় থাকবে । ফলে ডিজাইনে তারা প্রায়শই রংচং বা স্ট্রাইলিশ আইকন ব্যবহার করে থাকে । এটা দেখতে সুন্দর দেখালেও সাধারন ইউজাররা এই আইকনের মর্ম বুঝতে না পারায় সহজেই সেটা এভোয়েড করে চলে ।
অতিরিক্ত টেক্সট ব্যবহার করাঃ
ইউ আই ইউ এক্স ডিজাইনে নান্দনিকতা ফুটিয়ে তুলতে সহজ ও সিম্পল ভাবে এর ডিজাইন আইডিয়া জেনারেট করতে হয় । তাই এখানে অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত টেক্সট ব্যবহার ডিজাইনকে
দৃষ্টিকটু করে তোলে । তাই UI/UX ডিজাইনের কোথাও অতিরিক্ত টেক্সট ব্যবহার করা উচিত না । সম্ভব হলে সেখানে টেক্সট এর বিকল্প কিছু চিন্তা করতে হবে ।
জটিল ফর্মঃ
বর্তমানে মানুষ চায় সহজ আর সিম্পল । আর তাই এখন তারা দীর্ঘ লাইন যেমন পছন্দ করে না, তেমনি লম্বা একটা ফর্ম ও তাদের কাছে জটিল একটি বিষয় । তাই ইউ আই ডিজাইনে ফর্ম এর ক্ষেত্রে যত সহজ ও ছোট আকারে ডিজাইন করা যাবে , অর্থাৎ ফর্মের ফিল্ড সংখ্যা কম হবে , ততই ইউজাররা সাচ্ছন্দবোধ করবে ।
রেস্পন্সিভ না হওয়াঃ
ওয়েব আপ্লিকেশন বা মোবাইল এপ যেটাই বলুন না কেন , তা কখন নির্দিষ্ট ডিভাইস এর অনুপাতে ডিজাইন করাটা বোকামী । কেননা ইউজার ভেদে তা ভিন্ন ভিন্ন মোবাইল বা পিসির ব্রাউজারে ব্যবহার হবে। এক্ষেত্রে ডিজাইন রেস্পন্সিভ হওয়া খুবই জরুরী । তা নাহলে, অনায়সে আপনি টার্গেট ইউজারদের হারাবেন ।
মাত্রাতিরিক্ত পপ আপ ব্যবহার করাঃ
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে পপআপ এর প্রয়োজন হয় । তবে মাত্রাতিরিক্ত বা ঘন ঘন পপআপ যে কারও বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । অনেক ভালো ভালো মোবাইল এপ তাদের ইউজার হারিয়েছে শুধুমাত্র মাত্রাতিরিক্ত পপ আপের কারনে । এদিকটাও ইউ আই ডিজাইনারদের খেয়াল রাখতে হবে।